অমুসলিম ছেলেকে বিয়ে করা যাবে?


নিজের ইচ্ছে মতো ভিন্ন ধর্মের কাউকে বিয়ে করার সুযোগ নেই। ছবি: সংগৃহীত

 মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, 
 

আর মুশরিক পুরুষদের সাথে (নারীদের) বিয়ে দিয়ো না, যতক্ষণ না তারা ঈমান আনে। একজন মুসলিম দাস মুশরিক ব্যক্তির চেয়ে উত্তম, যদিও সে তোমাদের খুব ভালো লাগে। তারা দোজখের দিকে ডাকছে, আর আল্লাহ তাঁর অনুমতিতে জান্নাত ও ক্ষমার দিকে ডাকছেন। তিনি তাঁর নির্দেশ সুস্পষ্ট করে তুলে ধরেন যাতে তারা শিক্ষা গ্রহণ করে। (সুরা বাকারা, আয়াত: ২২১)


 

মুসলিম নারীর জন্য অন্য ধর্মাবলম্বী পুরুষকে স্বামী হিসেবে গ্রহণের সুযোগ নেই। আল্লাহ বলেন,


হে মুমিনরা, যখন তোমাদের কাছে মুমিন নারীরা হিজরত করে আসে, তখন তোমরা তাদের পরীক্ষা করে নাও, তাদের ঈমান সম্পর্কে আল্লাহই ভালো জানেন। অতঃপর যদি তাদের মুমিন বলে জানতে পারো, তাহলে তাদের কাফেরদের কাছে ফিরিয়ে দিও না। মুমিন নারীরা কাফেরদের জন্য হালাল নয়। আর কাফেররাও তাদের জন্য হালাল নয়...। (সুরা মুমতাহিনা, আয়াত: ১০)।

 


এ কথা ভালোভাবে জেনে রাখা উচিত, কোনো মুসলিম নারীর জন্য অমুসলিম পুরুষকে বিয়ে করা জায়েজ নেই। বরং সম্পূর্ণ হারাম। কারণ নারীরা পুরুষের অধীনে হয়ে থাকে। ফলে কোনো মুসলিম নারী কোনো কাফের বা আহলে কিতাবি পুরুষের সঙ্গেও বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নেই। 
 
উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ মুসলিম দার্শনিক শাহ ওয়ালি উল্লাহ মুহাদ্দেসে দেহলভি (রহ.) লিখেছেন, ‘বিয়ের মাধ্যমে জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে কুফর (ইসলামবিরোধী বিশ্বাস ও রীতিনীতি) অন্তরে প্রবেশ করে। তাই অগ্নিপূজারি, মূর্তিপূজারি ও মুশরিকদের বিষয়টি এর ব্যতিক্রম (মৌলিক, শাখাগত ও সংস্কৃতিগত সব বিষয়ে তাদের সঙ্গে বিরোধ থাকায় তাদের সঙ্গে বিবাহবন্ধন নিষিদ্ধ করা হয়েছে। কেননা এটি জীবনাচারে আমূল প্রভাব বিস্তার করতে পারে)।’ (হুজ্জাতুল্লাহিল বালেগা, ২/১৩৩, তাফসিরে হেদায়েতুল কোরআন, ১/২৬৬)

দেশের প্রখ্যাত ইসলামিক স্কলার শায়খ ড. আহমাদুল্লাহ এ বিষয়ে বলেন, মুসলিম নারীদের জন্য কোনো অমুসলিম পুরুষকে বিয়ে করা সম্পূর্ণ হারাম। তবে যদি অন্য ধর্মের কোনো নারী ইসলাম গ্রহণ করেন, তাহলে মুসলিম পুরুষ তাকে বিয়ে করতে পারবেন। এতে কোনো বাধা নেই। তবে, ইসলামী জীবনব্যবস্থা বজায় রাখার স্বার্থে একজন মুসলিম পুরুষের জন্যও মুসলিম নারীকেই বিয়ে করা উত্তম।
 


2 Comments

  1. আল্লাহ সবাই কে হারাম থেকে বাঁচার তৈাফিক দান করুন

    ReplyDelete
  2. আল্লাহ সবাই কে হারাম থেকে বাঁচার তৈাফিক দান করুন,আমিন

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post