অন্যের স্ত্রীকে নিজের জন্য পাওয়ার দোয়া করা যাবে?

 

অন্যের স্ত্রীকে নিজের জন্য পাওয়ার দোয়া করা যাবে?

অন্যের স্ত্রীকে নিজের জন্য পাওয়ার দোয়া করা যাবে?

প্রশ্ন : গত বছর একজনের সাথে আমার বিয়ের পরিকল্পনা ছিল। তবে তার পরিবার থেকে অসম্মতি ছিল। আমি তখন থেকে নিয়মিত নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়ে আসছি। এই বছর তার পরিবারের সম্মতিতে অন্য জায়গায় বিয়ে হয়েছে।

iner" style="box-sizing: border-box;">
কিন্তু কেন জানি আমার মন মানতে চাচ্ছে না। মনে হচ্ছে তার বিয়ে হয়নি। ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত আমি এখনো তাকে হালালভাবে চেয়ে আসছি। এখনো নিয়মিত ফরজ, নফল, ইসতিগফার, দরুদ পড়ে আসছি।
তাকে পাওয়ার জন্য দোয়া করছি। মনে হচ্ছে, আল্লাহ উনাকে আমার জন্য করে দেবে। আমার প্রশ্ন হচ্ছে, এমন কেন হচ্ছে তার বিয়ে হওয়া সত্ত্বেও আমি কেন তাকে হালালভাবে চেয়ে আসছি? এটা কি উচিত হচ্ছে আমার? যদি এমন কিছু হয় আমি কিভাবে বুঝব। আমি ইসতিখারার নামাজ পরেও পজিটিভ ইঙ্গিত পেয়েছি।

উত্তর : 

আপনার জন্য তাকে পাওয়ার আশা করা ও দোয়া করা বৈধ নয়। কেননা এর মাধ্যমে শয়তান আপনার মনে বারবার তার কথা জাগ্রত করে দিয়ে তার সাথে পরকীয়ায় জড়িয়ে দিতে পারে। আপনার ইসতিখারাও গ্রহণযোগ্য নয়। কেননা ইসতিখার হয় দুটো হালাল কাজের মধ্যে কোনটাকে প্রাধান্য দেবে তার কোনো একটাকে নির্ধারণ করার জন্য। কিন্তু তাকে পাওয়া চিন্তা করাও আপনার জন্য জায়েজ নয়।

তাই সতর্ক থাকুন। উত্তম পাত্র দেখে দ্রুত বিবাহ করে নিন। দোয়া করুন, আল্লাহ তায়ালা যেন আপনার জন্য উত্তম জীবন সঙ্গীর ব্যবস্থা করে দেন।

সালফে সালিহিন বলেছেন, কারো অবস্থা যদি এমন হয় যে, তার মন বার বার অন্য কারো দিকে যাচ্ছে, সে চাইলেও ফেরাতে পারছে না; তাহলে ওই ব্যক্তি নিম্নের দোয়াটি প্রতিদিন ১০০ বার পড়তে পারেন- 

لَا مَرْغُوبِي إِلَّا اللَّهُ - لَا مَطْلُوبِي إِلَّا اللَّهُ - لَا مَحْبُوبِي إِلَّا اللَّهُ - لَا إِلَهَ إِلَّا اللَّهُ

অর্থ : আল্লাহ ছাড়া আমার কোন কাঙ্ক্ষিত সত্ত্বা নেই, আল্লাহ ছাড়া আমার কোন প্রত্যাশিত সত্ত্বা নেই, আল্লাহ ছাড়া আমার কোন প্রিয় সত্ত্বা নেই। আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই।

উল্লেখ্য, দোয়টি কোরআন ও হাদিসে বর্ণিত দোয়ার অংশ নয়। বরং আল্লাহ ওয়ালাদের অভিজ্ঞতার আলোকে একটি আমল। তবে যেহেতু এতে কোরআন ও সুন্নাহ পরিপন্থী কোনো শব্দ নেই তাই আমল করতেও কোনো অসুবিধা নেই। 

মুসলিম বাংলার সৌজন্যে উত্তর দিয়েছেন মুফতি সাইদুজ্জামান কাসেমি

Post a Comment

Previous Post Next Post